বড় সিদ্ধান্ত! পুজোর পরেই SSKM-এ আসছে AI রোবট, ব্যবহার হবে সার্জারির কাজে
কলকাতা: পুজোর পরেই রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম পেতে চলেছে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) যুক্ত এই রোবট ব্যবহার হবে সার্জারির কাজে। এই রোবট এলে রাজ্যের সরকারি চিকিৎসা ক্ষেত্রে প্রথম রোবট হবে। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা মেডিক্যাল কলেজেও রোবট আনার জন্য সম্প্রতি প্রস্তাব পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরে। ২০১৯ সালে প্রথম রোবোটিক সার্জারির জন্য সিদ্ধান্ত নিয়েছিল। পরীক্ষামূলক ভাবে রোবোটিক সার্জারির জন্য প্রশিক্ষণও হয় তখন। কিন্তু কোটি টাকা ব্যায় করে রোবট আনার যুক্তি সম্পর্কে সন্ধিহান ছিলেন স্বাস্থ্য দফতরের একাংশ। পাশাপশি…