মেট্রো থেকে বাড়ির রাস্তায় ‘অস্বস্তিকর’ ব্যাপার! মহিলা নন, এক পুরুষের পিছু নিচ্ছেন কেউ! অভিযোগে চাঞ্চল্য দিল্লিতে
ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। তাঁর রাত ১১টা ৩০-এর ট্রেন ছ’ঘণ্টা দেরিতে চলবে শুনে তিনি সিদ্ধান্ত নেন বাড়ি ফিরে সকালে আবার যাবেন। ১১টা ৪৫ মিনিটে শেষ মেট্রো ধরেন এবং প্রায় ১২টা ২০ মিনিটে স্টেশনে পৌঁছন। স্টেশন কার্যত ফাঁকা ছিল। সেই সময়ই তিনি লক্ষ্য করেন একজন পুরুষ বারবার তাঁর দিকে তাকিয়ে রয়েছে। তিনি লেখেন, “ভাবলাম ঠিক আছে, লোকটা হয়তো বেরোতেই চাইছে। কিন্তু লিফটের কাছে গিয়ে তাকে আবার দেখলাম। লিফট একটু আগে উঠে গিয়েছিল, তাই আমি এস্কেলেটর নিলাম। স্টেশন থেকে বেরোতেই দেখি…




