ভারত-পাকিস্তানকে আলোচনা করে কাশ্মীর সমস্যা মেটাতে হবে, সুপ্রিম-রায়ের পর ফের বার্তা চিনের
নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir( ভারতের অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ। সেখানকার বিশেষ মর্যাদা বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্ত সাংবিধানিক ভাবে বৈধ, গত কাল রায় দিয়েছে দেশে সুপ্রিম কোর্ট-ও (SC Verdict On Abrogation Of Article 370)। তবে, চিন (China On SC Verdict On Abrogation Of Article 370) নিজ অবস্থানে অনড়। তারা বলছে, কাশ্মীর-সমস্যা ভারত-পাকিস্তানের, নিজেদের মধ্যে আলোচনা করে মেটানো উচিত। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং মঙ্গলবার বলেন, ‘এই ব্যাপারে আমাদের অবস্থান আগের মতোই স্পষ্ট।’ কী বলল চিন? মঙ্গলবার এক পাক সাংবাদিক এই…