এক শিফটেই হবে পরীক্ষা, নিট পিজি-২০২৫ কবে? NBE-কে আজ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
প্রত্যাশা মতোই পিছিয়ে গেল মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষা নিট পিজি। সুপ্রিম কোর্ট শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনকে বলে, এক শিফটে ৩ অগস্ট এই পরীক্ষা পরিচালনা করতে পারে তারা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ প্রাথমিকভাবে এনবিই-কে প্রশ্ন করেছিলেন, কেন এই পরীক্ষা করাতে দুই মাসের বেশি সময় চাইছে তারা। অবশেষে ৩ অগস্ট এই পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি দেওয়া হল এনবিই-কে। শীর্ষ আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে নিট পিজি পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য আর সময়…





