ট্রেনের কামরায় যাত্রীদের জন্য চমক! একঘেয়েমি কাটাতে যাত্রীদের মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: যাত্রীদের মনোরঞ্জনের পাশাপাশি, আয় বাড়ানো, জোড়া লক্ষ্যে নতুন পদক্ষেপ রেলের (Indian Railways)। পূর্ব ভারতে প্রথম হাওড়া (Howarh) ডিভিশনের লোকাল ট্রেনে (Local Train) বসছে টিভি (TV)। ৫০টি লোকাল ট্রেনে বসবে প্রায় আড়াই হাজার টিভি- খবর রেল সূত্রে। খুশি যাত্রীরা। রেল গাড়ির কামরায় এবার চমক সাধারণ যাত্রীদের জন্য। সৌজন্যে ভারতীয় রেলের হাওড়া ডিভিশন। অচেনা গন্তব্য হোক বা চেনা ভিড়ের চেনা রুট… জানালার বাইরের দিকে চেয়ে স্টেশন গোনার দিন শেষ। কাটবে একঘেয়েমি, লোকাল ট্রেনেই মিলবে ভরপুর মনোরঞ্জন। কামরায় কামরায়…