হঠাৎ বিমান হাইজ্য়াক, দু’দিন ধরে নাকানিচোবানি, শেষে ক্যাটওয়াক করে প্রস্থান বিড়ালের, Viral Video
নয়াদিল্লি: দিনভর এর ওর বাড়ির ছাদ টপকানোর বালাই নেই। রাতে মাথাগোঁজার জায়গা খোঁজার ঝক্কিও পোহাতে হবে না। আবার খাবারের জোগানও রয়েছে পর্যাপ্ত। তাই বিমানের মধ্যেই নিশ্চিন্তে আশ্রয় নিয়েছিল। উচ্ছেদ করতে এলে তীব্র প্রতিবাদ জানাল মার্জার। দু’দিন ধরে বিমান আটকে রাখল সে। সকলকে নাকের জলে, চোখের জলে ভাসিয়ে, শেষমেশ ‘ক্যাটওয়াক’ করে বেরিয়ে গেল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। (Cat Hijacks Plane) গালগল্প বলে মনে হলেও রোমের বিমানবন্দরে দু’দিন ধরে এভাবেই সকলকে নাকানিচোবানি খাওয়াল এক বিড়াল। Ryan Air-এর একটি…