প্রাথমিকে চাকরি দুর্নীতির অডিও টেপ ফাঁস, এবার সরাসরি পার্থ-যোগ?
#কলকাতা: প্রাথমিক নিয়োগে টাকার বিনিময়ে চাকরিতে সরাসরি নাম উঠে এল পার্থ চট্টোপাধ্যায়ের? সোশ্যাল মিডিয়ার এক অডিও টেপ প্রকাশ্যে এল, যা পার্থ-যোগের ইঙ্গিত জোরাল করছে। বীরভূম থেকে সাদা খাতা জমা দিয়ে প্রাথমিকে চাকরির চাঞ্চল্যকর অভিযোগ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ৯ লাখে প্রাথমিক চাকরির অভিযোগ। বীরভূমের এজেন্টের মাধ্যমে হয় টাকার লেনদেন। খাতা ফাঁকা থাকায় এখন আতঙ্কিত চাকরি প্রাপকদের পরিজনেরা। চাকরি চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন অনেকে। তাই তারা অনেকেই এজেন্টের থেকে টাকা ফেরত চাইছেন। টাকা ফেরত চাইতেই এজেন্টের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। চাঞ্চল্যকর অডিও ক্লিপ News18 বাংলা হাতেও…