ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ, মুর্শিদাবাদে গুলিবিদ্ধ কিশোর
কলকাতা: ওয়াকফ আইন (Waqf Law Protest) বাতিলের দাবিতে বিক্ষোভে তুলকালাম। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ কিশোর। সুতির সাজুর মোড় এলাকায় গুলিবিদ্ধ হয় ওই কিশোর। জখম ওই কিশোর বহরমরপুর মেডিক্যালে চিকিৎসাধীন। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ কিশোর: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ক’দিন আগে হিংসাত্মক চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। এবার, ধুলিয়ান, সুতিতেও বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনা ঘটল। ভাঙা হল পুলিশের কিয়স্ক। আক্রান্ত হলেন ফরাক্কার SDPO সহ বহু পুলিশ কর্মী। সুতিতে আগুন জ্বালানো হল যাত্রীবাহী বাসে। আর এরইমধ্যে জখম হল এক কিশোরও। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতেই আহত হয়েছে…