মরুপ্রদেশে এক হল চার হাত, সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা

মরুপ্রদেশে এক হল চার হাত, সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা

মুম্বই : চার হাত এক হল। সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী । বলিউডের হাই প্রোফাইল এই বিয়ের আসর বসেছে জয়সলমেরের সূর্যগড় প্যালেসে (Suryagarh Palace)। ইন্ডিস্ট্রির কিছু কাছের বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজকীয় ঢঙে সম্পন্ন হল বিয়ে। আঁটসাঁট নিরাপত্তা থাকলেও, তার মধ্যেই ফাঁস হয়ে যায় ‘ওয়েডিং ভেন্যু’র ভিডিও।

মেহেন্দি ও সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে গতকালই বসে যায় বিয়ের আসর। এরপর হলদি। মেহেন্দি অনুষ্ঠানে যোগ দেন কর্ণ জোহর, জুহি চাওলা, শাহিদ কপূর, মীরা রাজপুত-রা। এই অনুষ্ঠান চলাকালীন ডান্স ফ্লোর মাতিয়ে দেন স্বয়ং বর-কনে সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যগড় হোটেলের লেকসাইডে বসে আসর। অতিথিদের বসানো হয় সানসেট পাটিও গার্ডেনে। প্রথমে কিয়ারার হাতে, পরে সিদ্ধার্থের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেন্দিতে।

মরুপ্রদেশে নিয়ন আলোয় উৎসবের রং গায়ে মেখে তখন মাতোয়ার আত্মীয়-অতিথিরা। দুই পরিবারের অনেক মহিলাও দুই হাতে মেহেন্দি লাগান। পাশে তখন চলছে বলিউডের একের পর এক হিট গান। সন্ধে নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মিউজিকের ডেসিবেল। অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাতেই ব্যক্তিগত জেটে মরুপ্রদেশে পাড়ি দেন কিয়ারার স্কুল মেট ঈশা আম্বানি। ফিরে যান সোমবার রাতে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফের ফিরে আসেন মঙ্গলবার। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর, ১০টি দেশ থেকে ১০০-র বেশি পদের আয়োজন করা হয় বিয়েতে। মেনুতে ছিল ইটালিয়ান, চাইনিজ, আমেরিকান, দক্ষিণ ভারতীয়, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি, গুজরাতি পদ, সঙ্গে জলসমেরে ঘোটওয়ান লাড্ডু।

২০২১ সালে মুক্তি পায় সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী অভিনীত ছবি শেরশাহ। বেশ কয়েক বছর ধরে দুই তারকা সম্পর্কে থাকলেও এই ছবি দিয়ে তাঁরা প্রথমবার পর্দায় জুটি বাঁধেন। বহু সময় তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছে। কখনও বিদেশে ছুটি কাটাতে যেতে। কখনও আবার বলিউডের কোনও পার্টিতে। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও কখনও কেউই অস্বীকারও করেননি।

জানা গেছে, বিয়ের পর নবদম্পতি সুখের সংসার পাতবেন সিদ্ধার্থের বিলাসবহুল প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিয়েছিলেন তারকা ডিজাইনার ও কিং খানের স্ত্রী গৌরী খান। সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি টাকা।

(Feed Source: abplive.com)