এক বলে ২০ রান! অসম্ভবকে সম্ভব করে দেখালেন আইপিএল চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার
গায়ানা: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL 2025) হইচই ফেলে দিলেন রোমারিয়ো শেফার্ড (Romario Shepherd) । যিনি আইপিএলে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে । আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য । সিপিএলে এক বলে ২০ রান করলেন রোমারিও শেফার্ড । লিগের ১৩তম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের খেলায় এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে । গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা শেফার্ড পাঁচটি চার এবং সাতটি ছয়ের সাহায্যে ম্যাচে ৩৪ বলে ৭৩ রান করেছেন । গায়ানা ইনিংসের ১৫তম ওভারের ঘটনা । বোলার…










