তাঁর পোস্টে কোহলির লাইক! উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন অবনীত কৌর
নয়াদিল্লি: শান্তনু মহেশ্বরী ও অবনীত কৌরের (Avneet Kaur) ‘Love in Vietnam’ নামক সিনেমা দিনকয়েক পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে গতকালই হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চ। এই সিনেমার বেশ কয়েক মাস আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। কারণ? তাঁর ছবিতে বিরাট কোহলির (Virat Kohli) একটি লাইক। এবার সেইসব নিয়ে মুখ খুললেন অবনীত। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের অহরহ ভালবাসা পাওয়ার প্রসঙ্গ তাঁর সিনেমার ট্রেলার লঞ্চেই অবনীতকে জিজ্ঞেস করা হয়। তবে অনেকেই মনে করছেন প্রশ্নের মধ্যে এর মাধ্যমে আসল প্রশ্নটি ছিল তাঁর ছবিতে…










