Trina Saha Aryan Khan: কলকাতার পার্টিতে কাছাকাছি শাহরুখ-পুত্র আরিয়ান খান-তৃণা সাহা, কানে-কানে কথার ছবি মুহূর্তে ভাইরাল! দেখুন
Trina Saha Aryan Khan: রবিবাসরীয় রাতে কলকাতায় আসেন আরিয়ান খান। তারকাখচিত এক পার্টিতে যোগ দেন তিনি। সেখানে ছিলেন তৃণাও। রাত তিনটে পর্যন্ত পার্টি করেন তাঁরা।কলকাতার পার্টিতে আরিয়ান খান-তৃণা সাহা কলকাতা: শীতের শহরে কলকাতার পার্টিতে কাছাকাছি শাহরুখ খানের ছেলে আরিয়ান ও বাঙালি অভিনেত্রী তৃণা সাহা। ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল। কানে কানে কথা থেকে কাঁধ ছুঁয়ে কোমর জড়িয়ে ছবিতে পোজ। বিষয়টা একটু খোলসা করে বলা যাক… রবিবাসরীয় রাতে কলকাতায় আসেন আরিয়ান খান। তারকাখচিত এক পার্টিতে যোগ দেন তিনি। সেখানে ছিলেন…









