এক দশক পর হলুদ জার্সি গায়ে চাপালেন আর অশ্বিন, ভাইরাল হল ভিডিও
চেন্নাই: আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও তিন সপ্তাহের অধিক সময় বাকি। তবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বরাবরই তাড়াতাড়িই নিজেদের অনুশীলন শুরু করে ফেলে। এবারেও তার অন্যথা হয়নি। বুধবারই, মহেন্দ্র সিংহ ধোনিসহ সিএসকের একাধিক তারকা চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিলেন। অনুশীলনও শুরু করে দিয়েছে হলুদ ব্রিগেড। সেই অনুশীলন সেশনেই দেখা মিলল আর অশ্বিনের। তামিলনাড়ুর ঘরের ছেলে আর অশ্বিনের শুরুটা হয়েছিল এই চেন্নাই সুপার কিংস থেকেই। কিন্তু তারপর বিশ্বের অন্যতম সেরা বোলার হওয়ার সফরে বহু আগেই সিএসকেকে বিদায় জানিয়ে ছিলেন…