‘ISLএ এত ভালো ফুটবল হয় জানতাম না, ট্রফি জিততে চাইব…’ বলছেন লালহলুদ তারকা সেলিস
সম্প্রতি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন ভেনিজুয়েলার জাতীয় দলের ফুটবলার রিচার্ড সেলিস। ২৮ বছর বয়সী এই ফরওয়ার্ড নিজের প্রথম দুই ম্যাচেই জাত চিনিয়েছেন। বল গোলের ভিতরে ঢোকাতে এখনও না পারলেও তিনি যে লালহলুদের আগামী দিনের বড় ভরসাই হয়ে উঠতে পারেন, সেই পূর্বাভাসও দিয়ে দিয়েছেন এই ফরওয়ার্ড কাম উইঙ্গার। শুক্রবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসি। বিপক্ষে মাঠে গিয়ে পয়েন্ট ছিনিয়ে আনার কাজটা যে কঠিন হবে তা জানেন লালহলুদ কোচ। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অবশ্য তিনি একদমই মানসিকভাবে ভেঙে পড়তে…