দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেই হুঙ্কার কোহলির! বার্তা দিলেন নির্বাচকদের Virat Kohli breaks several records and clears that he will not come back in test vs South Africa
Virat Kohli: ১২০ বলে ১৩৫ রানের সৌজন্যে ম্যাচের সেরা বিরাট কোহলি। আর তারপরেই তাঁর কাছে প্রশ্ন উড়ে এল অবসর ভেঙে টেস্টে ফিরছেন কি? ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পরে সঞ্চালক হর্ষ ভোগলে বিরাটকে প্রশ্ন করেন, “তুমি তো একটি ফর্ম্যাটই খেলছ, তোমায় কি এভাবেই দেখা যাবে? এই নিয়ে বিরাট বলেন, “আমায় এ ভাবেই দেখা যাবে। আমি ক্রিকেটের একটা ফরম্যাটেই খেলছি।” সেই সঙ্গে নিজের কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি নিয়ে অকপট জানিয়েছেন কোহলি। বিরাট বলেন, “আমি মাঠের প্রস্তুতিতে খুব একটা বিশ্বাস করি না।…





