Gmail ব্যবহার করেন? আসছে বড় বদল! কোন নতুন নিয়ম চালু হতে চলেছে? এখনই জানুন
বিষয়টা আর জল্পনা-কল্পনার জায়গায় নেই। Google-এর নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক জনসংযোগ প্রধান রস রিচেনড্রেফার নিশ্চিত করেছেন যে গুগল ফোন নম্বরের পরিবর্তে QR কোডের মাধ্যমে ভেরিফিকেশন চালু করতে চলেছে।Gmail ব্যবহার করেন? আসছে বড় বদল! কোন নতুন নিয়ম চালু হতে চলেছে? এখনই জানুন Gmail-এর পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? না, এসএমএসে সিকিউরিটি কোড আর আসবে না। এবার থেকে স্ক্যান করতে হবে QR কোড। নতুন ব্যবস্থা চালু করতে চলেছে Google। টেক জায়ান্ট সংস্থার সূত্রের উদ্ধৃতি দিয়ে Forbes-এর একটি প্রতিবেদনে লেখা হয়েছে, চলতি বছরের শেষ…