Govinda’s Son Debut: বাবার নাম ভাঙিয়ে নায়ক হতে চাননি, একাধিক অডিশনে ব্যর্থ! এবার বলিউডে গোবিন্দাপুত্র…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক গোবিন্দা (Govinda)। অভিনয়ের পাশাপাশি নাচে-রোমান্সে-কমেডিতে গোবিন্দা খুব কম সময়েই সাফল্যের সিঁড়ি বেয়ে শীর্ষে উঠেছে গোবিন্দা। এবার সেই জুতোয় পা গলাতে চলেছেন গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজা (Yashbardhan Ahuja)। বাবার মতোই খুব শীঘ্রই বলিউডে পা রাখছেন তিনি। পিঙ্কভিলার দাবি, নাম ঠিক না হওয়া প্রেমের গল্প নিয়ে তৈরি হবে সেই ছবি। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “প্রেমের গল্প নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সাই রাজেশ নির্মাণ করছেন নাম ঠিক না হওয়া একটি সিনেমা।…