Nitish Reddy: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবার নতুন নজির দুই ভারতীয় ক্রিকেটার, দেওয়ালে খোদাই হল নাম
Nitish Reddy and Jasprit Bumrah: মঙ্গলবার, বিসিসিআই এই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। নীতিশ রেড্ডি দারুণ খুশি, এমসিজি-তে অনার ওয়ালে নাম : অস্ট্রেলিয়ার কাছে হার-তারপর একাধিক তারকা ক্রিকেটারের ফ্লপ শো ভারতীয় ক্রিকেটের সম্মানকে হঠাৎ করেই বড় ধাক্কা খাইয়ে দিয়েছে৷ কিন্তু এই খারাপ সময়েও দুই ভারতীয় ক্রিকেটারের কাজে ফের একবার গর্বিত হওয়ার সময় এল৷ গর্বিত নীতীশ কুমার রেড্ডি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG) অনার বোর্ডে তাঁর এবং ভারতীয় সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহের নাম খোদাই করা ফটোটি নিজের কাছে ক্লিক করে…