জাকার্তার একমাত্র পুজো, ভিড় বাড়ে মানুষের! নিষ্ঠায়-আচারে যেন এক টুকরো কলকাতা
প্রতিবছর দুর্গাপুজোর আগমনে প্রবাসী বাঙালিদের মনে জেগে ওঠে ফেলে আসা স্মৃতি। জাকার্তায় বাঙালিরা এই অনুভূতির ব্যতিক্রম নয়। পুজোর চারটি দিন যেন বাঙালির হৃদয়ে ঢেউ তোলে এক অনির্বচনীয় আনন্দের। শিউলি ফুলের গন্ধ, ভোরের ঠান্ডা হাওয়া কিংবা কলকাতার মতো জাঁকজমকপূর্ণ প্যান্ডেল না হলেও – এত না-এর মধ্যে সবটাই যেন এক মিলন উৎসব। তাতে রয়েছে এক অদ্ভূত উষ্ণতা ও আন্তরিকতা। পুজোর দিনগুলোতে মনে হয়, মাতৃভূমি আর প্রবাস এক হয়ে যায়। ঢাকের তালে, প্রতিমার সামনে পুজোর আনুষ্ঠানিকতা, আর উৎসবের মেলা – সবকিছু মিলে…