বর্ডার-গাভাসকর ট্রফির নাম, এদিকে গাভাসকরকে মঞ্চেই ডাকা হল না! এমন বিতর্ক হালফিলে হয়নি
Sunil Gavaskar- বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই জায়গা পাকা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার অস্ট্রেলিয়া তাদের জায়গা পাকা করল। বিশ্বের অন্যতম সেরা দল নিয়েও ব্যর্থ ভারত। News18 মেলবোর্ন: তিনি ভারতীয় বলেই কি এমন বঞ্চনার শিকার! এমনিতে অন্যায় মেনে নেওয়ার পাত্র নন সুনীল গাভাসকর। তবে তাঁর সঙ্গে এবার যে অবমাননা হল, তাতে তিনি বোধ হয় কিছুটা অসহায় বোধ করলেন। ফলে নেহাত হা-হুতাশ ছাড়া কিছুই করার থাকল না তাঁর। মেলবোর্নের পর সিডনিতেও সিরিজের শেষ টেস্ট ম্যাচ হেরেছে ভারতীয় দল। বর্ডার গাভাসকর…