‘যা বলেছিলাম করে দেখিয়েছি’, ঐতিহাসিক খেতাব জয়ের পর ম্যাচউইনার ম্যাকলারেনের গলায় হুঙ্কার
শনিবার এই ঐতিহাসিক জয়ের পর দফায় দফায় সাফল্য উদযাপন করেন মোহনবাগান সুপার জায়ান্ট তারকারা। কাপ হাতে তোলার সময় এক দফা, ড্রেসিংরুমে ঢুকে আর এক দফা এবং হোটেলে ফিরে আরও এক দফা সেলিব্রেশন করেন তাঁরা। টানা আট মাস ধরে লিগের ২৪টি ম্যাচ খেলেছে তারা। তারও আগে প্রায় তিন মাস ধরে প্রাক মরশুম প্রস্তুতি ও প্রস্তুতি ম্যাচ খেলেছেন। খেলেছেন ডুরান্ড কাপ। সারা মরশুমের এই তুমুল পরিশ্রমে কোনও ফাঁকি ছিল না বলেই অবশেষে এই সাফল্য পেয়েছে তারা। সামনে যদিও সুপার কাপ রয়েছে।…