অনূর্ধ্ব-১৩ টিমের ৭ ফুটবলারকে নিয়েই U-15 ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
কলকাতা ডার্বিতে আবারও ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান। চলতি মরশুমে কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না। সিনিয়র হোক বা জুনিয়র, সব পর্যায়েই মোহনবাগানের কাছে হারতে হচ্ছে লাল হলুদ শিবিরকে। শনিবার অনূর্ধ্ব-১৫ লিগের ম্যাচেও এর ব্যতিক্রম ঘটল না। এই ম্যাচেও ইস্টবেঙ্গলকে পরাজিত করল মোহনবাগান। এদিনের ম্যাচটি ৪-২ গোলে জিতল সবুজ মেরুন ব্রিগেড। কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। দলের হয়ে রাজদীপ পাল হ্যাটট্রিক করেন, অপর গোলটি করেন রোহিত বর্মন। উল্লেখযোগ্য বিষয় হল, এই…