দলের সবথেকে বড় পরাজয়ের দিনেও উজ্জ্বল নারাইন, কেকেআর জার্সিতে সর্বকালীন রেকর্ড গড়লেন সুনীল
নয়াদিল্লি: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স। আইপিএল ইতিহাসে নিজেদের সবথেকে বড় ব্যবধানে রাজধানীতে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। তবে দলের এই পরাজয়ের দিনেও উজ্জ্বল তিনি। তিনি সুনীল নারাইন (Sunil Narine)। কেকেআরের মহাতারকা। এই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি এমন এক রেকর্ড গড়লেন, যা বিশ্বের আর কারুর নেই। সানরাইজার্সের বিরুদ্ধে নিজের চার ওভারে ৪২ রানের বিনিময়ে দুই উইকেট নেন নারাইন। দুই সানরাইজার্স ওপেনার অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডকে আউট করেন তিনি। এই জোড়া উইকেটের সুবাদেই নারাইন সর্বকালীন ইতিহাস…





