চাঁদের বুকেই কি আয়ু শেষ, নাকি ঘটবে মিরাকল! ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’কে নিয়ে উদ্বেগে ISRO
নয়াদিল্লি: ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম। আর তাতে ভর করেই চাঁদের বুকে পৌঁছে গিয়েছে ভারত। বুধবার চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ ঘটেছে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’। সবকিছু নিয়ন্ত্রণে বুঝে নিশ্চিন্তে কাজে নেমে পড়েছে রোভার ‘প্রজ্ঞান’ও। আগামী এক চন্দ্রদিবস চাঁদের বুকে অনুসন্ধান চালাবে তারা, যা পৃথিবীর হিসেবে ১৪ দিন প্রায়। কিন্তু ১৪ দিন পর কী হবে ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞানে’র, পৃথিবীতে ফিরিয়ে আনা হবে, নাকি চন্দ্রপৃষ্ঠেই রেখা দেওয়া হবে, আদৌ কি আর কর্মক্ষম থাকবে তারা, সেই প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে…