সাইনাসের সমস্যায় জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ! বিশদে জানুন কী করণীয়
প্যারানেজাল সাইনাস হল বাতাসে পূর্ণ প্রকোষ্ঠ। আর এই প্রকোষ্ঠ থাকে মুখমন্ডল গঠনকারী হাড়ের মধ্যে। এই প্রকোষ্ঠের বায়ু চলাচল বাধাপ্রাপ্ত হলে প্রদাহ বা ইনফ্লেমেশন শুরু হয়। এর পাশাপাশি ফ্লুয়িড জমতে থাকে এবং নাক ও সাইনাসে অতিরিক্ত টিস্যু তৈরি হয়। এই রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হল নাক বন্ধ হয়ে যাওয়া, নাক থেকে জল পড়া, পোস্টনেজাল ড্রিপ গলায় চলে যাওয়া, মাথা ব্যথা, গন্ধের অনুভূতিহীনতা, অতিরিক্ত হাঁচি, ঘুমের সমস্যা ইত্যাদি। আজ এই সমস্যা নিয়ে কথা বলছেন…