New Nuclear Gravity Bomb: মার্কিনি বোমায় আধমাইল জুড়ে আগুনের গোলা, ৩ লক্ষ রাশিয়ানের মৃত্যু!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: না, কোনও যুদ্ধকে সামনে রেখে নয়, কাউকে ভয় দেখাতে নয়। বহুগুণ শক্তিশালী আধুনিক প্রযুক্তির পরমাণু বোমা আমেরিকা বানাল তার অভ্যন্তরীণ প্রতিরক্ষার নীতিমাফিকই। অনেকটা রুটিন ডিউটির মতো। স্রেফ নিজের যুদ্ধাস্ত্রের প্রথাসম্মত আধুনিকীকরণ। কেমন আধুনিক? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে যে মাত্রার পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা, নতুন এই বোমা তার চেয়ে ২৪ গুণ শক্তিশালী! মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স সম্প্রতি এই বোমা তৈরির কথা জানিয়েছে। ১৯৬০ সালে ঠান্ডা যুদ্ধের সময় বি৬১ গ্রাভিটি বম্বটি তৈরি…