৩১ পূর্ণ করলেন আলিয়া, মুক্তি পেল ‘মির্জা’-র নতুন গান, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
কলকাতা: ১৫ মার্চ, ৩১ পূর্ণ করলেন ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ অভিনেত্রী আলিয়া ভট্ট। বৃহস্পতিবার পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ডিনার সারলেন অভিনেত্রী। শুক্রবার পাপারাৎজিদের সঙ্গেও কেক কাটতে দেখা গেল নায়িকাকে। কেক কেটে চিত্রগ্রাহকদের খাইয়েও দিলেন তিনি। অন্যদিকে, আগামী ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মির্জা’ (‘Mirza’)। চলছে জোর কদমে প্রস্তুতি। তার আগে মুক্তি পেল ছবির প্রথম রোম্যান্টিক গান ‘গালিব’ (‘Ghalib’ Song Out)। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) অভিনীত এই গান এল প্রকাশ্যে। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন…