WATCH: ৬, ৬, ৬, ৬, ৬, ৬, ৬, ৬! শাহরুখদের হয়ে বিস্ফোরক ব্যাটিং গোয়েঙ্কার দলের ২১ কোটির মেগাস্টারের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি মরসুমের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (Caribbean Premier League) ওরফে সিপিএল এখন প্রায় অন্তিম লগ্নে। প্লেঅফ পর্ব চলছে। বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিপিএল এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders) ওরফে টিকেআর (TKR) ও অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকন্স (Antigua and Barbuda Falcons)। প্রাক্তন সিপিএল চ্যাম্পিয়ন টিকেআর ফ্যালকনদের নয় উইকেটে গুঁড়িয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেল। ১৫ বল হাতে রেখে ১৬৮ রান তাড়া করে জেতে শাহরুখের টিম।…




