‘রুপোলি পর্দা শুধু আলোর ঝলমলানি নয়, এটা একটা দায়িত্ব’, সিনেমায় ৩০ বছর পার করে উপলদ্ধি রানির
কলকাতা: রুপোলি পর্দায় ৩০ বছর পূর্ণ করছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল রানি অভিনীত প্রথম হিন্দি ছবি ‘রাজা কী আয়েগী বারাত’। এর আগে, বাংলায় বিয়ের ফুল ছবিতে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়, তাঁর বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রথম যেদিন শ্যুটিংয়ে এসেছিলেন তিনি, সেই সময়ে হয়তো কল্পনাও করেননি যে, এই পথে পায়ে পায়ে পার করে ফেলবেন ৩০টা বছর! সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন রানি। লিখেছেন, ‘৩০ বছর! এটা আমি যখন বলি, এখনও যেন আমার…


)






