‘৮ বছর বলিউডে কেউ আমায় ডাকে না’…ধর্মীয় বিভাজন নিয়ে বিস্ফোরক এ আর রহমান, কী বলছে বলিউড
ধর্মীয় বিভাজন নিয়ে বিস্ফোরক এ আর রহমান, কী বলছে বলিউড হিন্দি ফিল্ম ইন্ড্রাস্টির মধ্যে ক্ষমতার পালাবদলে বলিউডে কমেছে তাঁর কাজের পরিধি। গত ৮ বছর ধরে আগের থেকে অনেক কম কাজ পাচ্ছেন তিনি। এমনই বিস্ফোরক দাবি করলেন, এ আর রহমান। সম্প্রতি BBC এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া একটি সাক্ষাতকারে খ্যাতনামা সঙ্গীতশিল্পী এ আর রহমানের এই ইঙ্গিতপূর্ণ বক্তব্য ঘিরেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। কথা চলছে বিনোদন মহলেও। এ আর রহমান এর এই মন্তব্য ঘিরে কার্যত বিভক্ত বলিউড। কিন্তু তিনি কী এমন বলেছিলেন?…









