সকাল সকাল মন ভালো করে নিন! প্রাণভরে হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস
১। দুই বন্ধুর কথা হচ্ছে। ১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি? ২য় বন্ধু : গিয়েছিলাম। ১ম বন্ধু : তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন? ২য় বন্ধু : প্রায় সবটাই। ১ম বন্ধু : মানে? ২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা। ২। একজন ভীষণ মোটা ভদ্রলোক একটি ছোট ছেলেকে আদর করে বললেন, ‘তুমি যখন আমার মতো বড় হবে তখন কী করবে?’ ছোট ছেলেটি উত্তর দিল, ‘ডায়েট কন্ট্রোল।’ ৩। দুই সহকর্মীর কথা হচ্ছে। একজন কিছু দিনের জন্য ছুটি নিয়েছিলেন।…