৯.২০ কোটি মূল্যে কেকেআরে মুস্তাফিজুর, দলে ঢুকে পড়লেন রাচিন রবীন্দ্র ও আকাশ দীপ
কলকাতা: আইপিএলে (IPL 2026) বাংলাদেশের প্লেয়ারদের মধ্য়ে একমাত্র নিলাম থেকে দল পেলেন মুস্তাফিজুর রহমন (Mustafizur Rahman)। বেস প্রাইস ছিল ২ কোটি। সেখান থেকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নিল বাংলাদেশের তারকা পেসারকে। স্লোয়ার ও কাটারের জন্য়ই বিখ্যাত মুস্তাফিজুর। এর আগে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন ফিজ। এদিন নিলামের টেবিলেও ফিজকে নেওয়ার জন্য সিএসকে ও কেকেআরের মধ্যে বেশ কাড়াকাড়ি হয়। শেষ পর্যন্ত ওপার বাংলার ক্রিকেটারকে দলে নিয়ে নিল এপার বাংলার ফ্র্যাঞ্চাইজি। তাবড় তাবড় ব্যাটারকে ঘোল খাইয়েছেন নিজের…








