এজবাস্টনের হার থেকে শিক্ষা? লর্ডসে প্রাণবন্ত পিচের দাবি জানিয়েছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট?
লন্ডন: অত্যন্ত পাটা পিচে রানের পাহাড়, এজবাস্টনে ৩৩৬ রানের ব্যবধানে জয় সত্ত্বেও শুভমন গিল পিচের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। দাবি করেছিলেন এমন পিচ হলে বোলারদের কাজটা অত্যন্ত কঠিন হয়ে যায়। সম্ভবত ইংল্যান্ড ম্যানেজমেন্টও সেই কথা মাথায় রেখেই তৃতীয় টেস্টে (ENG vs IND 3rd Test) লর্ডসের পিচ প্রাণবন্ত করার জন্য আবেদন জানিয়েছে। অন্তত রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। ইংল্যান্ড দলে জোফ্রা আর্চার রয়েছেন। তৃতীয় টেস্টের আগে সারের ফাস্ট বোলার গাস অ্যাটকিনসনকেও দলে নেওয়া হয়েছে। এই দুই তারকা ফাস্ট বোলার…










