ম্যাচ জিতেও সেই তিনেই RCB, তবে CSK-র বিরুদ্ধে জয়ে IPL পয়েন্ট তালিকায় KKR-কে পিছনে ফেলল MI
নয়াদিল্লি: আইপিএলে (IPL 2025) রবিবার মানে ‘সুপার সানডে’, জোড়া ম্যাচ। সপ্তাহান্তে একদিকে যেখানে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। সেখানে দিনের আরেক ম্যাচে আইপিএলের ‘এল ক্লাসিকো’-তে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (MI vs CSK)। তবে দুই ম্যাচের পরে লিগ তালিকায় খুব হেরফের যে হল, তেমনটা নয়। দিনের প্রথম ম্যাচে ১৫৮ রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমেছিল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন অবশ্য রান পাননি ফিল সল্ট। মাত্র ১ রান করেই ফিরে যান অর্শদীপ সিংহের বলে…