এখনও ধোনির সঙ্গে কথা বলতে ভয় পান জাডেজা? কী বলছেন তারকা অলরাউন্ডার?
চেন্নাই: জাতীয় দলের জার্সিতে দীর্ঘ এক দশক একসঙ্গে খেলেছেন। এমনকী ধোনির নেতৃত্বেই জাতীয় দলে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাডেজার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি সরে যাওয়ার পরও আইপিএলে সিএসকের জার্সিতে একসঙ্গে খেলছেন অনেক বছর ধরে একসঙ্গে। ধোনি ও জাডেজার যুগলবন্দি অনেক ম্য়াচে সিএসকের জয়ের ভিত গড়ে দিয়েছে। কিন্তু এই ধোনির সঙ্গেই দেখা করতে নাকি এখনও মাঝে মাঝে ইতস্তত বোধ করেন জাডেজা। তাঁর সঙ্গে কথা বলতেও ইতস্তত বোধ করেন। তাহলে কি এখনও জাডেজা ভয় পান ধোনিকে? রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জাডেজা…










