Aamir Khan | Fatima Sana Shaikh: ২৭ বছরের ছোট চর্চিত প্রেমিকা ফতিমার সঙ্গেই পর্দায় ফিরছেন আমির!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দঙ্গলের পর থেকেই বিটাউনের অন্দরে গুঞ্জন, নিজের থেকে ২৭ বছরের ছোট ফতিমা সানা শেখের(Fatima Sana Shaikh) প্রেমে পড়েছেন আমির খান(Aamir Khan)। বলিউডের(Bollywood) মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবার প্রায় বছর দেড়েকের বিরতির পর বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই খবর। শোনা যাচ্ছে, জানুয়ারিতেই চর্চিত প্রেমিকার সঙ্গে ফতিমা সানা শেখকে নিয়ে শুটিং সেটে ফিরবেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আমির খানের আগামী প্রযোজনার জন্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। তবে কমেডি ড্রামা ঘরানার সিনেমার…