ENG vs AUS, 4th Test: ব্য়াজবল খেলে ১৮৯ ক্রলির, যোগ্য সঙ্গত রুট-মইনের, চাপে অজিরা
ইংল্যান্ডের ব্যাজবল ক্রিকেটে এবার বেকায়দায় অস্ট্রেলিয়া। ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম ইনিংসে চাপে পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের আক্রমণাত্মক মানসিকতার সামনে প্যাট কামিন্সের দলের যেন নাভিশ্বাস দশা উঠেছে। প্রথম বল হাতে ক্রিস ওকস, তার পর ব্যাট হাতে ঝোড়ো ১৮৯ রান জ্যাক ক্রলির। যার জেরে ম্যাঞ্চেস্টারে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। অজিদের ৩১৭ রানে আটকে দিয়ে দ্বিতীয় দিনেই লিড নিল ব্রিটিশরা। ক্রলি এবং জো রুট মিলে তৃতীয় উইকেটে ২০৬ রানের বড় পার্টনারশিপ করে। ক্রলির ১৮৯ রান ছাড়াও রুট এবং মইন আলি হাফসেঞ্চুরি করেছেন। আসলে সব মিলিয়েই…