‘মেরি ক্রিসমাস’, বাবাকে আঁকড়ে আধো আধো বুলি ছোট্ট রাহার, যেতে যেতে ফ্লাইং কিস পাপারাৎজিদের
মুম্বই: বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব। মায়ানগরীর তারকারাও মেতেছেন উদযাপনে। তবে তাবড় তারকাকে ছাপিয়ে এবার বড়দিনে সকলের মন জিতলেন রণবীর কপূর এবং আলিয়া ভট্টের মেয়ে রাহা কপূর। এক বছর আগে এই বড়দিনেই পাপারাৎজিদের ক্যামেরার সামনে ‘ডেবিউ’ হয়ে রাহার। এবার নিজেই পাপারাৎজিদের অভিবাদন জানাল তারকা-কন্যা। (Raha Kapoor) প্রতিবছর বড়দিনে একত্রিত হন কপূর পরিবারের সকলে। এবারও তার অন্যথা হল না। রাহাকে নিয়ে একসঙ্গেই ‘ক্রিসমাস লাঞ্চে’ হাজির হন রণবীর-আলিয়া। তবে বরাবরের মতো এবারও বাবার কোলেই দেখা যায় রাহাকে। বাবাকে আঁকড়ে ধরেই সকলকে…