বেআইনিভাবে VPN ব্যবহার, নিজের সরকারের আইনই লঙ্ঘন? ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পাকিস্তান
লাহৌর: আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর জানুয়ারি মাসে সরকারি ভাবে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। তার আগে এখন থেকেই যদিও অন্য দেশের রাষ্ট্রনেতারা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। কিন্তু ট্রাম্পকে অভিনন্দন জানাতে গিয়ে বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিদ্রুপ, কটাক্ষের মুখে পড়লেন। (Shehbaz Sharif) মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা পোস্ট করেন শেহবাজ। কিন্তু পাকিস্তানে X নিষিদ্ধ করেছে তাঁরই সরকার। ফলে তিনি যে VPN ব্যবহার করে ওই বার্তা পোস্ট করেছেন,…