Success Story: বাবা নেই, মা হাসপাতালের সাফাই কর্মী, মেয়ে ফুটবল পায়ে দেশের মুখ উজ্জ্বল করল বিশ্ব দরবারে
Success Story: সঙ্গীতা আজ গোটা এলাকার গর্ব। সাম্প্রতিক এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ গোল করে ভারতীয় মহিলা দলকে ফাইনালে তুলেছে সে ফুটবল প্রশিক্ষণে ব্যস্ত সঙ্গীতা বাসফোর কল্যাণী: নদিয়া জেলার কল্যাণী গয়েশপুর পৌর এলাকার গান্ধী কোয়ার্টারের মেয়ে সঙ্গীতা আজ গোটা এলাকার গর্ব। সাম্প্রতিক এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ গোল করে ভারতীয় মহিলা দলকে ফাইনালে তুলেছে সে। দীর্ঘদিন পর নিজের জন্মভূমিতে পা রেখেছে সঙ্গীতা। তাই তাকে ঘিরে উৎসবের আবহ গোটা এলাকা জুড়ে—দুর্গা উৎসবের মতোই যেন আরেকটি আনন্দোৎসব নেমে এসেছে গান্ধী কোয়াটারে।…










