এড়িয়ে যাচ্ছেন এই উপসর্গগুলি? উচ্চ রক্তচাপের জেরে হতে পারে বিপদ! বলছেন বিশেষজ্ঞ
মুম্বই: হাইপারটেনসিভ ক্রাইসিস হল মেডিকেল এমার্জেন্সি। এক্ষেত্রে আসলে রক্তচাপ বা ব্লাড প্রেশার মারাত্মক ভাবে বেড়ে যায়। তা মূলত ১৮০/১২০ এমএম এইচজি-তে পৌঁছে যায় কিংবা সেই পরিমাপ অতিক্রম করে। আর রক্তচাপ বাড়লে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে হৃদযন্ত্র, মস্তিষ্ক ও কিডনির মতো মূল অঙ্গগুলির উপর চাপ পড়ে। রক্তচাপ বাড়লে রক্তবাহী নালী নষ্ট হয়ে ব্লকেজ হতে পারে এমনকী তা ফেটেও যাওয়ার আশঙ্কাও বাড়ে। ভারতের মতো দেশে উচ্চ রক্তচাপের বেশিরভাগ উপসর্গ এড়িয়ে যায় মানুষ। যা সময়ের সঙ্গে সঙ্গে গুরুতর হতে…