ICC Hall of Fame 2025: সচিন, শেহওয়াগের সঙ্গে একই আসনে ধোনি! ক্রিকেটে অনবদ্য অবদানের আইসিসির বিশেষ সম্মান ক্যাপ্টেন কুলকে
ICC Hall of Fame 2025: ভারতের সর্বকালের সেরা অধিনায়কের জন্য আইসিসির বিশেষ সম্মান, ধোনির মুকুটে নয়া পালক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার, ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিক জন বড় সম্মান, তাঁকে আইসিসির হল অফ ফেম সম্মানে ভূষিত করা হয়েছে ৷ এই অনন্য সম্মানটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসির পক্ষ থেকে সোমবার এই ঘোষণা করা হয়েছে ৷ তালিকায় আগে জায়গা পেয়েছিলেন ১১ জন ভারতীয় খেলোয়াড় ৷ চিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগও এই সম্মান পেয়েছেন ৷…



