ট্রাক চালক থেকে ইউটিউবার! এই ভদ্রলোকের মাসের রোজগার শুনলে অবাক হবেন
Truck driver Rajesh Youtuber- ইউটিউবে সেই জীবনেরই ঝাঁপি খুলে বসেছেন রাজেশ রাওয়ানি। হ্যাঁ, ট্রাক চালানোর পাশাপাশি ভ্লগ করেন তিনি। তাঁর চ্যানেলের ১.৮৬ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। কলকাতা: ট্রাকেই তাঁর জীবন। ট্রাকেই তাঁর সংসার। তাতেই থাকেন, খাওয়াদাওয়া করেন, ঘুমোন। ট্রাকভর্তি মালপত্র নিয়ে বিভিন্ন রাজ্যে পাড়ি দেন। ডেলিভারি করেন। মাসের পর মাস এভাবেই কেটে যায়। এ এক অন্যরকম জীবন। ইউ টিউবে সেই জীবনেরই ঝাঁপি খুলে বসেছেন রাজেশ রাওয়ানি। হ্যাঁ, ট্রাক চালানোর পাশাপাশি ভ্লগ করেন তিনি। তাঁর চ্যানেলের ১.৮৬ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। অর্থাৎ…