কমনওয়েলথ গেমসের জন্য কোচকে ছাড়পত্র দেওয়ার ‘ধন্যবাদ’ জানালেন অলিম্পিকে পদক জয়ী লাভলিনা
More Sports oi-Koushik Chakraborty বার্মিংহ্যামে ২৮ জুলাই থেকে শুরু হতে চলা কমনওয়েলথ গেমস ২০২২-এর জন্য তাঁর প্রশিক্ষক সন্ধ্যা গুরুং-এর অ্যাক্রিডিটেশন পাওয়ার কথা বুধবার নিশ্চিত করেছেন লাভলিনা বড়গোহাঁই। সোমবার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার জানিয়েছিলেন, যাঁরা তাঁকে অলিম্পিতে পদক পেতে সাহায্য করেছিল সেই কোচেদের লাগাতার অপসারণের মধ্যে দিয়ে ‘মানসিক হেনস্থা’র শিকার হয়েছিলেন তিনি । কমনওয়েলথ গেমসে ভারতের সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় অন্যতম লাভলিনা বরগোঁহাই। এই বিষয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছিলেন, আমাকে অলিম্পিকে পদক জিততে…