ওদের দেখতে! নৌকা চেপে আন্দামানের সংরক্ষিত সেন্টিনেল দ্বীপে, গ্রেফতার বিদেশি
আন্দামানে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সংরক্ষিত উত্তর সেন্টিনেল দ্বীপপুঞ্জে তিনি প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। পিটিআই সূত্রে খবর, উত্তর সেন্টিনেল দ্বীপপুঞ্জের নিষিদ্ধ উপজাতি সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ৩১ মার্চ সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া মাইখাইলো ভিক্টোরোভিচ পলিয়াকভ (২৪) কোনো অনুমোদন ছাড়াই উত্তর সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেছিলেন। ২৬ মার্চ তিনি পোর্ট ব্লেয়ারে পৌঁছান এবং কুরমা ডেরা সৈকত থেকে উত্তর সেন্টিনেল দ্বীপে যান। পুলিশ জানিয়েছে, ২৯ মার্চ…