Raihan Vadra Aviva Baig Engagement: ছোটবেলার বন্ধুত্ব থেকে বাগদান! আংটি বদলের পর সুখবর জানালেন প্রিয়াঙ্কা পুত্র রাইহান
রাইহান আভিভার সঙ্গে আংটি বদলের পরের ছবি দেওয়ার পাশাপাশি দু জনের একসঙ্গে তোলা ছোটবেলার একটি ছবিও পোস্ট করেছেন৷ সমাজমাধ্যমে এই দুটি ছবি পোস্ট করেন রাইহান৷ ছবি- ইনস্টাগ্রাম নিজের দীর্ঘদিনের বান্ধবী আভিভা বেইগের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বঢরার পুত্র রাইহান বঢরা৷ সমাজমাধ্যমে আভিভার সঙ্গে ছবি দিয়ে নিজেই এ কথা জানিয়েছেন রাইহান৷ আভিভার সঙ্গে যে রাইহানের বাগদান হতে চলেছে, সেই খবর কয়েকদিন আগেই বাইরে এসেছিল৷ রাইহান আভিভার সঙ্গে আংটি বদলের পরের ছবি দেওয়ার পাশাপাশি দু জনের একসঙ্গে…









