উপনির্বাচনেও সবুজ ঝড়, ৬ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয়
উপনির্বাচনেও সবুজ ঝড় (West Bengal Assembly By Election 2024)। সিতাই, মাদারিহাট থেকে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর-তালডাংরা। ৬ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয়। লোকসভার পরে দ্বিতীয় ভোটযুদ্ধেও বিজেপির ভরাডুবি। জেতা মাদারিহাটও হাতছাড়া! হাড়োয়াতে দ্বিতীয় স্থানে উঠে এল আইএসএফ। উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূল। জমিদার নই, আমরা পাহারাদার, বার্তা মমতার। প্ররোচনায় পা না দিয়ে বাংলাকে বদনাম করার গল্প খারিজ জনগণের, পোস্ট অভিষেকের। আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী। উপনির্বাচনে এমনই হয়, ছাব্বিশের হুঙ্কার দিয়ে সাফাই সুকান্তর। হাতে এক বছর, আন্দোলনমুখী সংগঠন চান শুভেন্দু।…