Andre Russell: ‘ভাবতেও পারিনি…’! ১১ বছর পর বাধ্য হয়েই অবসর! মুখ খুলতেই বিস্ফোরক ‘দ্রে-রাস’…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ ডিসেম্বর ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) আবু ধাবিতে (Abu Dhabi)। আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলতে পারে বলেই রিপোর্ট। গত ১৫ নভেম্বর ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে রিটেনশন লিস্ট জমা দেওয়ার ডেডলাইন ছিল। তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (KKR Retention List For IPL 2026) তাদের খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিয়েছিল। মোট ১২ জনকে ধরে রেখেছে কেকেআর। আর ১০ জনকে ছেড়ে দিয়েছে। ‘রিলিজড’ তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেলও (Andre Russell)। যা দেখে সমর্থকদের চোখ…








