ISL 2025: ঘরের মাঠে কেরালা বধ ইস্টবেঙ্গলের, জয়ের পথে ফিরে জিইয়ে প্লে অফের আশা
টানা তিন ম্যাচ হারের পর জয়ের পথে ফিরল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে কেরালাকে ২-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের শুরুতেই বিষ্ণু ও হিজাজির গোলে এগিয়ে যায় অস্কার ব্রুজোর দল। ঘরের মাঠে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। ছবি- সমাজমাধ্যম কলকাতা: টানা তিন ম্যাচ হারের পর জয়ের পথে ফিরল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে কেরালাকে ২-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের শুরুতেই বিষ্ণু ও হিজাজির গোলে এগিয়ে যায় অস্কার ব্রুজোর দল। কেরালার হয়ে একটি গোল শোধ করেন দানিশ ফারুক। অবশ্য ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা এই ম্যাচেও অসংখ্য সুযোগ…










