‘আমাদের ভালোবাসার টেনিসকে তুমি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের
টেনিস থেকে অবসর ঘোষণার কথা জানিয়েছেন রাফায়েল নাদাল। দীর্ঘ দু দশক পর অবশেষে টেনিস কোর্টকে বিদায় জানালেন তিনি। বয়স বলছে ৩৭ পেরিয়ে গেছে, তাই মন চাইলেও ফিটনেস আর চাইছিল না। এমনিতে কথায় আছে বয়স একটা সংখ্যামাত্র, সেটা রজার ফেডেরারও প্রমাণ করে দিয়েছিলেন। কিন্তু নাদাল বরাবরই একটু চোট প্রবণ খেলোয়াড়। ফলে তাঁর কাছে কাজটাও কঠিন। ২০২০ সালে রজার ফেডেরারের রেকর্ড ছাপিয়ে গিয়ে টেনিস বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক হয়েছিল রাফায়েল নাদাল। প্রথমবার কিংবদন্তি সুইস তারকা ফেডেরারের সঙ্গে রাফার দেখা হয়েছিল ২০০৪…