IPL-এ ৩০০ করতে পারত যে দল, তাদের হারের হ্যাটট্রিক! পয়েন্ট টেবিলে ‘লাস্ট বয়’
আইপিএলের প্রথম ম্যাচ জয়। তার পর থেকে হারের হ্যাটট্রিক হায়দরাবাদের। এদিন আইপিএল ২০২৫-এ তারা হারল গুজরাত টাইটান্সের কাছে। হায়দরাবাদ: আইপিএলের প্রথম ম্যাচ জয়। তার পর থেকে হারের হ্যাটট্রিক হায়দরাবাদের। অনেকে মনে করেছিলেন, একমাত্র এই দলটা আইপিএলে কোনও এক দিন ৩০০ রান করে দেবে। তাদের কি না এমন অবস্থা! টানা ব্যাটিং ব্যর্থতা। তবে হায়দরাবাদ ম্যানেজমেন্ট এখনও বলছে, নিজেদের আগ্রাসী মনোভাব থেকে সরবে না। সানরাইজার্স হায়দরাবাদ একইরকম আগ্রাসী মানসিকতা নিয়ে খেলবে বলে জানিয়েছে। দলের সহকারী কোচ সাইমন হেলমট স্পষ্ট জানিয়ে দিলেন,…