‘দেশবিরোধী’, ‘খালিস্তানপন্থী’ বলে আক্রমণ, বজরং দলকে দিলজিতের জবাব কবিতায়
মুম্বই: সাফল্যের চিরাচরিত ধ্যানধারণা ভেঙে দিয়েছেন তিনি। শুধুমাত্র তারকা হিসেবে নয়, মানুষ হিসেবে সকলের মন কেড়ে নিয়েছেন সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। এবার হাজার হাজার দর্শকের সামনে মঞ্চে দাঁড়িয়েই প্রতিবাদের সুর শোনা গেল তাঁর গলায়। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছিল হিন্দুত্ববাদী সংগঠন, কড়া ভাষায় যার জবাব দিলেন দিলজিৎ। (Diljit Dosanjh) এই মুহূর্তে ‘Dil-Liminati Tour 2024’ নিয়ে ব্যস্ত দিলজিৎ। কলকাতা, বেঙ্গালুর পর্ব মিটিয়ে মধ্যপ্রদেশের ইন্দৌরেও কনসার্ট সেরেছেন। আর ওই কনসার্ট ঘিরেই বিতর্ক দেখা দেয়। বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন বজরং…